হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে এবারও সেরা ৩ প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে। প্রতিষ্ঠানগুলো হলো চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। বিগত বছরগুলোতেও এই তিন শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করে।

আজ শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩১ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা বলেন, এই ফলে শিক্ষকদের অনেক অবদান রয়েছে। শিক্ষকেরা আন্তরিক না হলে এই ফল অর্জন করা সম্ভব হতো না।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৯ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখাসহ চারটি শাখা থেকে এ বছর মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮০ জন। পাসের  হার ৯৮.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিকতায় ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত