হোম > সারা দেশ > নোয়াখালী

সৌদিতে সড়ক দুর্ঘটনা: নিহতদের মধ্যে দুজন নোয়াখালীর 

নোয়াখালী প্রতিনিধি

সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শাহেদুল ইসলাম (২৬) ও হেলাল উদ্দিন (৩৪) নামের নোয়াখালীর দুই যুবক রয়েছেন।

শাহেদুল ইসলামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে। তাঁর বাবার নাম শরীয়ত উল্যা। আর হেলাল উদ্দিনের বাড়ি চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর গ্রামে। তাঁর বাবার নাম হুমায়ন কবির।

গত সোমবার দিবাগত রাতে ওমরাহের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার পথে আবহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় অন্তত ২২ জন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জনই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

নিহত শাহেদুল ইসলামের চাচা জয়নাল আবেদিন বাবুল বলেন, জীবিকার সন্ধানে গত রমজানের মাঝামাঝি সময় সৌদি আরবে যান শাহেদুল। দুই ভাই ও এক বোনের মধ্যে শাহেদুল ছিলেন সবার বড়। সৌদি আরবে গিয়ে সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এর মধ্যে আর বাড়িতে আসা হয়নি তাঁর। গত সোমবার রাতে ওমরাহ করতে পবিত্র মক্কার উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় শাহেদুল। 

নিহত হেলাল উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ রিপন হোসেন বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের আবহা জেলায় যান হেলাল উদ্দিন। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় ছিলেন হেলাল। তাঁর তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিজ কর্মস্থল থেকে অন্য চার সহকর্মীকে নিয়ে গত সোমবার দিবাগত রাতে মক্কার উদ্দেশে বাসে যাত্রা করেন তিনি। তাঁর কর্মস্থল থেকে কিছু দূর যাওয়ার পর বাসটি দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতাল নেওয়ার পর মারা যান তিনি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে