হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। 

দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। এতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ (রোববার) কুমিল্লা কারাগারে বন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ বিষয়ে আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ