হোম > সারা দেশ > বান্দরবান

শঙ্খ নদে গোসলে নেমে শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

পরিবারের সঙ্গে উশৈমং মারমা। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচিতে শঙ্খ নদে গোসল করতে নেমে উশৈমং মারমা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ডাকছৈ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ২২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার শিশুটির পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

মৃত শিশুটি রুমা উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোওয়াসে পাড়ার বাসিন্দা উসিং মারমার ছেলে এবং থানচি বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ডাকছৈ পাড়ার বাসিন্দা মংপ্রু হেডম্যান বলেন, ‘২২ জানুয়ারি দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুটির পরিবারের বসতঘর পুড়ে যায়। গত মাসে মা-বাবা নিরুপায় হয়ে শিশুটিকে আমাদের গ্রামে বিহারে ভান্তে বড় ছেলের কাছে লেখাপড়া করার জন্য রেখে যান। শিশুটির মৃত্যুর ঘটনায় রুমা-থানচি উপজেলার দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘আমরা থানচি থানা ও শিশুর পরিবারকে মোবাইল ফোনে জানিয়েছি। শিশুটির অভিভাবক পৌঁছালে পরিবারের কাছে পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি