হোম > সারা দেশ > নোয়াখালী

সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সবজিখেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

মৃত জান্নাতুল ফেরদৌস পাখি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

মৃতের ভাই কাউছার বলেন, ‘আমার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি নামে আমার অপর বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ি-সংলগ্ন সবজিখেতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে ওসি কাজী সুলতান আহছান উদ্দিন বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। তবে ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে