হোম > সারা দেশ > নোয়াখালী

সবজিখেত থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সবজিখেত থেকে জান্নাতুল ফেরদৌস পাখি (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

মৃত জান্নাতুল ফেরদৌস পাখি উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

মৃতের ভাই কাউছার বলেন, ‘আমার বোন স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি বাবার বাড়িতে থাকতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি নামে আমার অপর বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁর আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে উপজেলার দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পিতাম্বপুর গ্রামের মিনা হাজিবাড়ি-সংলগ্ন সবজিখেতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে ওসি কাজী সুলতান আহছান উদ্দিন বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বিশেষ কোনো তথ্য দিতে পারেনি। তবে ওই নারী তালাকপ্রাপ্ত হওয়ায় কারও সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে তাঁর পরিবার।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে