হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আদালতের নথি থেকে ২৮ কোটি টাকার চেক গায়েব, পরে ফেরত

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আদালতে বিচারাধীন একটি মামলার নথি থেকে প্রায় ২৮ কোটি টাকার একটি চেক সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। পরে ওই আদালতের একজন কর্মচারী পাঠিয়ে প্রায় ৫ কিলোমিটার দূরের আগ্রাবাদের বাসা থেকে সেই ব্যাংক চেক আদালতের নথিতে ফেরত আনা হয়েছে প্রায় পাঁচ ঘণ্টা পর। এ নিয়ে আদালত ভবনে নানা গুঞ্জনের পর ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সোমবার আইনজীবী সমিতিকে চিঠি দিয়েছেন আদালত। 

জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন আজকের পত্রিকাকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রাম মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ওই দিনই বিষয়টি মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতকে অবহিত করেন মহানগর পঞ্চম যুগ্ম দায়রা জজ। 

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান এস এ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এস এ রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার এই মামলাটির বাদী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা, যার অভিযোগপত্র দেওয়া হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। মোট ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২০ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের সিএমএম আদালতে এই মামলা করেছিল। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিচারাধীন মামলাটির নথি দেখতে চেয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদকে অনুরোধ করেন আইনজীবী যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব। নথি থেকে নোট নিয়ে তিনি আদালতকক্ষ ত্যাগ করেন। নথিটি ফেরত নিয়ে বেঞ্চ সহকারী (পেশকার) কাগজপত্র ঠিক আছে কি না, যাচাইকালে দেখেন, নথির সঙ্গে সেলাই করা গোড়া থেকে মূল চেকটি কে বা কারা ছিঁড়ে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিচারককে জানান আদালতের কর্মচারীরা। এর পর যোবায়েরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাঁরা। জবাবে যোবায়ের আদালতের কর্মচারীদের বলেন, তাঁর জুনিয়র ভুলবশত চেকটি বাসায় নিয়ে যান। চেকটি তাঁর কাছ থেকে বুঝে নিতে বলেন যোবায়ের। 

জানতে চাইলে অভিযুক্ত যোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ক্লার্কের ভুলের কারণে একটা ভুল হয়ে গেছে। চেকটি ফেরত দিয়েছি।’ তিনি মামলায় আসামিপক্ষের আইনজীবী বলে উল্লেখ করেন। 

এদিকে বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, ‘মামলার আলামত হিসেবে থাকা চেক চুরির কথা শুনিনি। এখন জেনেছি।’ চেক চুরি হলে যাঁরা লাভবান হবেন, তাঁরাই এ ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি মনে করেন। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ