হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফারাজ করিমের ঘরের দরজায় ঝুলছে দুদকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফারাজ করিম চৌধুরীর বাসার সামনে দুদকের টিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বড় ছেলে ফারাজ করিম চৌধুরী ও ছোট ছেলে ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাবেক এই এমপির দুই ছেলের কাছে ইতিমধ্যে একাধিকবার সম্পদ বিবরণী চেয়ে চিঠি পাঠানো হলেও তাঁরা কোনো জবাব দেননি।

শেষ পর্যন্ত আত্মগোপনে থাকা এই দুই ভাইয়ের রাউজানের গহিরার পৈতৃক বাড়ির দরজায় গত বৃহস্পতিবার নোটিশ ঝুলিয়ে আসে দুদক। সঙ্গে ছিল রাউজান থানা-পুলিশের একটি দল।

দুদকের দেওয়া পৃথক নোটিশে বলা হয়েছে, ২১ কর্মদিবসের মধ্যে নির্ধারিত ফরমে তাঁদের ও তাঁদের ওপর নির্ভরশীলদের সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসের হিসাব জমা দিতে হবে। ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের অনুসন্ধানে ফারাজ ও ফারহানের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে বলে দাবি সংস্থাটির।

এ বিষয়ে দুদকের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নোটিশ দেওয়া হয়েছে। বাড়িতে কাউকে না পাওয়ায় তা দরজায় সাঁটানো হয়েছে।

ফারাজ করিম একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মকাণ্ডে সরব ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানকে ঘিরে সমালোচনার মুখে পড়ে তিনি আড়ালে চলে যান। এর পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল