হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে অস্ত্র, গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ এনামুল হক মানিক (৩১) নামের আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে নোয়াখালী-ফেনী মহাসড়কের মোক্তার বাড়ির ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তার এনামুল হক মানিক জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে নোয়াখালী-ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদসংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজ থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, গ্রেপ্তার আসামি আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু