হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় শত্রুতার জেরে মাছ ধরার ট্রলারে আগুন, থানায় মামলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় শত্রুতার জেরে এফবি ভাইভাই নামের একটি মাছ ধরার বড় ট্রলারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বুডিরচর ইউনিয়নের রহমতবাজার ঘাটসংলগ্ন বাগান এলাকার খালপাড়ে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন ট্রলারের মালিক মো. খবির উদ্দিন। তিনি উপজেলার বড়দেইল গ্রামের বাসিন্দা। 

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন মামলায় বুড়িরচর ইউনিয়নের মো. সোহাগ (২৭), ছারোয়ার হোসেন (২৫), মো. আশ্রাফ (৩৫), বাবুল (৩০), রেজাউল হক (৬০), আব্দুছ ছাত্তার (৩০)।

এ নিয়ে জানতে চাইলে ট্রলারের মালিক খবির উদ্দিন বলেন, ‘ইলিশ মাছের মৌসুম শেষ হয়েছে প্রায় চার মাস আগে। পরবর্তী মৌসুম শুরু হলে আবার সাগরে যাব এই আশায় তেল-মবিল লাগিয়ে ট্রলারটি ওপরে তুলে রেখেছি। আমার ছেলে প্রতিদিন ট্রলারটি পাহারা দেয়। কিন্তু গতকাল রাত আনুমানিক ১০টার দিকে আমার ছেলে ভাত খেতে আসে বাড়িতে। খাওয়া শেষ করে ট্রলারের দিকে যাওয়ার সময় দেখে কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। ট্রলারের কাছে গিয়ে দেখে ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর সে চিৎকার শুরু করলে আমিসহ আশপাশের লোকজন এগিয়ে আসি। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

খবির উদ্দিন আরও বলেন, ‘আগুনে ট্রলারের কেবিনের ভেতরে ও ইঞ্জিনরুমের বেশির ভাগ অংশ পুড়ে ছাঁই হয়ে যায়। কিছু দুষ্কৃতকারী পারিবারিক শত্রুতার জেরে আমাকে নিঃস্ব করার জন্য আমার ট্রলারে অগ্নিসংযোগ করে।’ 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘ট্রলারের মালিক খবির উদ্দিন থানায় অভিযোগ করেছেন। এ নিয়ে তদন্ত করতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির