হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবার মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াবার মামলায় চট্টগ্রামে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত আসামির অনুপস্থিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নে।

২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে জসিম উদ্দীনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলার তদন্ত শেষে একই বছর ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

২০১৭ সালের ৩০ মার্চ জসিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করে বিচার শুরু করা হয়। ৬ বছর ধরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এই মামলার রায় দেন।

দালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জসিম উদ্দীনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’ তিনি বলেন, রায়ের সময় আসামি অনুপস্থিত ছিলেন। তিনি জামিনে গিয়ে পলাতক থাকেন। এ মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতায় ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট