হোম > সারা দেশ > চাঁদপুর

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরে বিএনপির ৫ নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে চাঁদপুরের কচুয়ায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. নুরুল আমিন ছিদ্দিকী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পরান, গোহাট উত্তর ইউনিয়ন যুবদল নেতা জাকির হোসেন, সাচার ইউনিয়ন যুবদল আহ্বায়ক মো. রাজ্জাক, বিতাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল। 

এর আগে মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন উচ্চ আদালত থেকে জামিন নেন, মেয়াদ শেষে আজ নিম্ন আদালতে হাজির হন। এর মধ্যে এমরান নামে একজন পরীক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবী মাসুদ প্রধানিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় আসামিরা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিল। জামিনের মেয়াদ শেষে আজ চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তারা। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।’ 

 ২০২৩ সালের ৩০ অক্টোবর কচুয়া থানার এসআই মোহাম্মদ ইয়াকুব আলী উপজেলার গোবিন্দপুরে জনমনে আতঙ্ক এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে ২৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ