হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দলবল নিয়ে দোকানে হামলা, নগদের কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দলবল নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওই হামলার ঘটনায় বিকেলে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবক হলেন মো. শাওন (৩০)। তিনি নগদের এসআর (সেলস রিপ্রেজেনটেটিভ) হিসেবে কর্মরত আছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ শাওনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলার শিকার ওই ব্যবসায়ী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে দোকানটি চালান। ওই ব্যবসায়ীর সঙ্গে নগদের লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাওন দলবল নিয়ে তাঁর দোকানে হামলা চালান। এ সময় ১০-১২ জন যুবক ওই ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করেন। এ ছাড়া দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, ক্যাশ ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ