হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দলবল নিয়ে দোকানে হামলা, নগদের কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দলবল নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ওই হামলার ঘটনায় বিকেলে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবক হলেন মো. শাওন (৩০)। তিনি নগদের এসআর (সেলস রিপ্রেজেনটেটিভ) হিসেবে কর্মরত আছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ শাওনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামলার শিকার ওই ব্যবসায়ী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে দোকানটি চালান। ওই ব্যবসায়ীর সঙ্গে নগদের লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাওন দলবল নিয়ে তাঁর দোকানে হামলা চালান। এ সময় ১০-১২ জন যুবক ওই ব্যবসায়ীকে মারধর করে গুরুতর জখম করেন। এ ছাড়া দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, ক্যাশ ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল