হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে মাংস বেচতে শিয়াল জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে মাংস বিক্রির জন্য শিয়াল জবাই করার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন—তাজুল ইসলাম। তিনি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম নামের ওই ব্যক্তি শিয়াল ধরে এনে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জবাই করেছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বন বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পেয়ে শিয়াল জবাইরত অবস্থায় তাজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী ও সুধারাম মডেল থানা-পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তাজুল অর্থদণ্ডের টাকা পরিশোধ করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। পড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে জবাই করা শিয়ালটি জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির