হোম > সারা দেশ > নোয়াখালী

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি

নোয়াখালী প্রতিনিধি

অভিযুক্ত সাখাওয়াত উল্লাহ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সাখাওয়াত উল্লাহ (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শনিবার সকালে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষক চাটখিলের একটি মহিলা মাদ্রাসায় কর্মরত। তার গ্রামের বাড়ি হাতিয়ায়। ভুক্তভোগী মাদ্রাসার আবাসিক ছাত্রী।

জানা গেছে, গত বুধবার রাতে ওই ছাত্রীকে কৌশলে অন্য ছাত্রীদের কাছ থেকে ডেকে আনেন শিক্ষক সাখাওয়াত উল্লাহ। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে সাখাওয়াতের বিরুদ্ধে। বিষয়টি ভুক্তভোগী অন্য শিক্ষকদের জানালে আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন শুক্রবার রাতে ওই শিক্ষককে পিটুনি দিয়ে আটেক রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ হেফাজতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি চিকিৎসাধীন রয়েছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির