হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থেকে একটি যাত্রীবাহী বাস বান্দরবানের লামার দিকে যাচ্ছিল। পথে চকরিয়া-লামা-আলীকদম সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পেলেও চালক আহত হন। 

আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের কাছে বালুকাটায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল থেকে মাতামুহুরী পরিবহনের একটি বাস ৩২ যাত্রী নিয়ে বান্দরবানের লামা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বাসটি ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট অফিসের অদূরে বালুকাটা এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ৩২ যাত্রী অল্পের জন্য রক্ষা পান। 

বাসযাত্রী ব্যবসায়ী ফজলুল আলীম মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় বাসের প্রচণ্ড ঝঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চালক গাড়ির গতি কমিয়ে সড়কের পাশে যাত্রীদের নামিয়ে দেন। এতে চালক সামান্য আহত হলেও যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘লামাগামী যাত্রী একটি বাস আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকের দক্ষতায় যাত্রীদের কোনো হতাহত হয়নি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল