হোম > সারা দেশ > চট্টগ্রাম

উচ্চ ভলিউমে বাজছিল টিভি, দরজা ভেঙে দেখা গেল ঝুলছে লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বায়েজিদের মোহাম্মদ নগর এলাকায় পাখি বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বায়েজিদ থানাধীন ৮ নম্বর রোডের উকিল মিয়ার একটি ভাড়া বাসায় দরজা ভেঙে তাঁর লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর জানানো হয়। 

নিহত গৃহবধূ নোয়াখালীর সেনবাগের সালাউদ্দিনের স্ত্রী। তাঁর স্বামী সালাউদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসাটির ভেতর থেকে অনেকক্ষণ ধরে টিভির ভলিউম জোরে বাজার শব্দ পেয়ে প্রতিবেশী কয়েকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু দরজা বন্ধ থাকা রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে স্থানীয়রা দরজা ভেঙে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। ঝুলন্ত অবস্থায় নিহতের শরীরের সাধারণত যেসব আলামত আমরা পেয়ে থাকি ওই নারীর ক্ষেত্রেও তাই দেখা গেছে। এ ছাড়া স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তাঁরা ওই নারীর লাশ দরজা ভেঙে উদ্ধার করেছেন। ওই নারী একটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে সেখান থেকে তাঁকে নামিয়ে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। 

পুলিশ কর্মকর্তা খাইরুল ইসলাম আরও বলেন, নিহত গৃহবধূ স্বামী ও ছোট্ট মেয়ের সঙ্গে বাসাটিতে ভাড়ায় থাকতেন। ঘটনার দিন স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। 

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা