হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ডিউক খুলনায় গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাজমুল হক ডিউক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক খুলনায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে নগরীর খান জাহান আলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের বরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নাজমুল হক ডিউক নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।

জানা যায়, গতকাল রোববার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তার বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে তিনি সেখানে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সিএমপি ডবলমুরিং মডেল থানা রিকুইজিশন এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা–পুলিশ ওই এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক মো. আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘উনাকে (নাজমুল হক ডিউক) চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। ডবলমুরিং থানা–পুলিশ খুলনাতে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।’ পুলিশের ওই টিম কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবেন বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ