হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে পাচারকালে ২৯১ বস্তা সার ও কোমল পানীয় জব্দ, আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পাচারকালে জব্দ ইউরিয়া সার ও কোমল পানীয়সহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পাচারকালে ২৯১ বস্তা ইউরিয়া সার ও বিপুল পরিমাণ কোমল পানীয় জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় অবৈধভাবে পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ ও ছয়জনকে আটক করা হয়। আজ শনিবার কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল শহরের নাজিরারটেকসংলগ্ন সমুদ্র উপকূলে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের ট্রলারকে থামানোর সংকেত দেন কোস্ট গার্ডের সদস্যরা। সংকেত না মেনে ট্রলারটি গভীর সাগরে পালানোর চেষ্টা করে। পরে এক ঘণ্টা ধরে ধাওয়া করে ট্রলারটির গতি রোধ করানো হয়। এ সময় সেটিতে তল্লাশি করে ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ বোতল কোমল পানীয়সহ ট্রলারটি জব্দ করা হয়। এসব পণ্য মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

হারুন অর রশীদ জানান, এ ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। তাঁরা কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জব্দ মালামাল কক্সবাজার কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা