হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুবর্ণচরে সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী ও সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল।

এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩০) বাদী হয়ে গ্রেপ্তার আবুল খায়ের মুন্সিকে প্রধান আসামি, আরও একজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, গ্রেপ্তারের পর তাঁকে (আবুল খায়ের মুন্সি) সদর থেকে চরজব্বার থানায় আনা হবে এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে সংগঠনবিরোধী কাজে জড়িত হওয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আবুল খায়ের মুন্সির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী। তিনি জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ব্যক্তিগত কাজে দেশের বাইরে রয়েছেন। সংগঠনের অন্য নেতাদের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মুন্সি মেম্বার সংগঠনবিরোধী কাজ করেছেন এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, সেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংগঠন থেকে তা কার্যকর করা হবে।

মামলার বাদী ওই নারী অভিযোগ করেন, রাতে ঘরে হঠাৎ করে আলো জ্বলে উঠলে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি কে-কে বলে উঠলে তাঁর মুখ চেপে ধরে ওড়না দিয়ে মুখ, হাত-পা বেঁধে ফেলেন মুন্সি মেম্বার ও তাঁর এক সহযোগী। পরে তাঁরা পায়ের বাঁধন খুলে দিয়ে ধর্ষণ করেন। এ সময় অপর একজন পাশের কক্ষে গিয়ে তাঁর বড় মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার পর তাঁরা বেরিয়ে যাওয়ার সময় স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যান।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ