হোম > সারা দেশ > কুমিল্লা

স্কুল থেকে ফেরার পথে নৌকা ডুবিতে ২ বান্ধবীর মৃত্যু 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

স্কুল থেকে বাড়ি ফেরার সময় কুমিল্লার হোমনায় নদীতে খেয়া নৌকা ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার রামকৃষ্ণপুর তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন–হোমনা উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার চরলহনিয়া গ্রামের আবু মুছার মেয়ে সামিয়া আক্তার (১৪) এবং একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা দুজন বান্ধবী।
 
স্কুলের প্রধান শিক্ষক মো. আনেয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন নদীর খেয়া পাড়ি দিয়ে শতাধিক শিক্ষার্থী স্কুলে আসে। কোনো দিন এমন হয়নি। কিন্তু আজকের এ ঘটনায় স্কুলের শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

তাজুল ইসলাম মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আজ বিকেলে স্কুল ছুটির পর খেয়া নৌকায় করে ২০ / ২৫ জন শিক্ষার্থী পার্শ্ববর্তী জেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজ কান্দি গ্রামে যাওয়ার জন্য তিতাস নদীর রামকৃষ্ণপুর কানাই সাহার ঘাট থেকে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে পৌঁছালে বালু ভর্তি একটি জাহাজের ঢেউয়ে ছাত্রীদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে যায়। 

এ সময় অনেক ছাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে, আর কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করলেও দুজন পানিতে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর অন্য জনকে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর মৃত উদ্ধার করা হয়

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা তিতাস নদীতে নৌকা ডুবিতে দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি