চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজোটের শরিক দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আওয়ামী লীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। গত রোববার চিঠিটি দেওয়া হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি প্রকাশ পায়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। এহেন কার্যকলাপের কারণে আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তাঁরা দলীয় কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ একমত পোষণ করেছে।’