হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড়ে বেড়াতে গিয়ে মুখোশধারী ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। এ সময় একজনকে রামদা দিয়ে আঘাত করে দুজনের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদসংলগ্ন টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুহাম্মদ মুরসালিন সরকার ও সাকিল হোসেন। ছিনতাইকারীদের রামদার আঘাতে মুরসালিন আহত হন। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। 

ভুক্তভোগী মুরসালিন বলেন, ‘আমরা দুই বন্ধু টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। এমন সময় দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন ব্যক্তি আমাদের ঘিরে ধরে। তাদের মুখ টি-শার্ট দিয়ে মোড়ানো ছিল। একপর্যায়ে আমাকে রামদা দিয়ে কোপ দেয়। এরপর আমাদের কাছ থেকে ১৫ হাজার টাকা দামের দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে একজন চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি হাতে আঘাত পেয়েছেন। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় ওখানে না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা সংবলিত সাইনবোর্ড দেওয়া আছে। নিরাপত্তা প্রহরীরাও পাহাড়ে যেতে শিক্ষার্থীদের নিষেধ করেন। কিন্তু শিক্ষার্থীরা কোনো নিষেধ শোনে না।’

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লী–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা