হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল তাক, ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সাদা পোশাকে ডিবি পুলিশের অভিযানে আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল তাকের ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ৮ জনকে আসামি করে অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী বন্যা বেগম। তবে আদালত এ বিষয়ে এখনো কোনো আদেশ দেয়নি।

গতকাল সোমবারও আদালতে অভিযোগটি দায়ের করা হয়েছিল। কিন্তু কাগজপত্রে ত্রুটি থাকায় অভিযোগটি আদালত নথিভুক্ত করেনি। পরে বাদীর আইনজীবী কাগজপত্রে তুলে নিয়ে আসেন।

ভুক্তভোগীর আইনজীবী শওকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগে পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ আটজনকে আসামি করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যের বিরুদ্ধে। একপর্যায়ে ডিবির কর্মকর্তা মো. রেজাউল করিম আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক করেন এবং ফাঁকা গুলি ছোড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে ভুক্তভোগীর বন্যা বেগম জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত