হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় গৃহবধূর আত্মহত্যা, পিতার দাবি হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ণিমা নাথ (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের বাটানা পাহাড় এলাকায় আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নিহতের পিতা মেঘনাদ নাথের দাবি তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। 

জানা যায়, দুই বছর আগে উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামের মেঘনাদ নাথের মেয়ে পূর্ণিমা নাথের সঙ্গে পদুয়া ইউনিয়নের বাটানা পাহাড় এলাকার হৃদয় নাথের বিয়ে হয়। হৃদয় সিএনজিচালিত অটোরিকশা চালান। বিয়ের বছর খানিক পর তাঁদের এক কন্যাসন্তানের জন্ম হয়।

এ বিষয়ে পূর্ণিমার বাবা মেঘনাদ নাথ অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে মেয়ে শান্তিতে ছিল না। শাশুড়িসহ পরিবারের সবাই নির্যাতন করতেন। তারা আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করছেন।’ 

রাঙ্গুনিয়া থানার ইনচার্জ মো. মাহবুব মিলকী বলেন, 'ফাঁসি থেকে নামানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আনেন। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।’ 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা