হোম > সারা দেশ > চাঁদপুর

নির্বাচনে ইসির দেওয়া দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

চাঁদপুর প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীন। নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করার জন্য পুলিশ প্রস্তুত। আজ সোমবার বিকেলে পুলিশ লাইনস মাঠে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতিপূর্বে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম। এ বিষয়ে আমাদের আস্থা ও প্রস্তুতি রয়েছে। 

আইজিপি বলেন, এ দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। মেয়েদের নিরাপত্তা ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না, সে অবস্থা থেকে আমরা প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা দিয়ে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে এনেছি। যার ফলে এখন স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আমরা সেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে, স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ নিয়ে কাজ করছি। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যে নাগরিক হবে, তাদের জন্য উপযুক্ত যে পুলিশ বাহিনী দরকার, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ। 

আইজিপি বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপির সহধর্মিণী ও পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম. এ. ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল