হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রুকলিনে ডেমোক্রেট পার্টির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মেয়ে 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ চট্টগ্রামের মেয়ে শাহানা হানিফ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচনী প্রাইমারিতে ডিস্ট্রিক্ট থার্টি নাইন থেকে তিনি কাউন্সিলর পদের জন্য ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হন। 

নির্বাচিত শাহানা হানিফ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদের চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ হানিফের মেয়ে। 

শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর। নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর। গতকাল মঙ্গলবারের প্রাথমিক নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পান। আর এই টিকিট প্রাপ্তি চূড়ান্ত বিজয়ের দিকে যাওয়ার প্রথম পদক্ষেপ। 

শাহানা হানিফ নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯-এ প্রথম কোন বাংলাদেশি নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁর জয়ের সঙ্গে আজ বুধবার সকাল থেকে আনন্দ উচ্ছ্বাস নেমেছে চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামের বাড়িতে। 
 
নাজিরহাটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, শাহানা হানিফের বিজয়ের খবর এলাকার সবার জন্য আনন্দের ও গর্বের। 

এদিকে, ডেমোক্র্যাট পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার প্রতিক্রিয়া গণমাধ্যমে শাহানা হানিফ বলেন, 'নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এখানে বাঙালি বেশি। বাঙালিদের ভালোমন্দ বোঝার সময় এসেছে। তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিজয়ীও হয়েছি। এতে আমি খুবই খুশি ও আনন্দিত।' 

জানা গেছে, এই প্রাইমারি নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিটি কাউন্সিলের বিভিন্ন পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিউইয়র্কে পার্টির মনোনয়ন পাওয়া মানেই ওই পদের জন্যও বিজয় নিশ্চিত হওয়া। 

নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকালে শুরু হয়। এতে মেয়র পদে ডেমোক্র্যাট দলের ১৩ জন ও রিপাবলিকান দলের ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কম্পট্রোলার, সিটি কাউন্সিল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে ১২ জন বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১