হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে এক ‘ডাকাতকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা (রহমত নগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম নুর হোসেন ওরফে হাসান (২৪)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি আজকের পত্রিকাকে জানান, গভীর রাতে মহাসড়কে গাড়িতে ডাকাতি করতে সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিলেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে ডাকাত হাসানকে গ্রেপ্তার করা হয়।

মো. আলমগীর আরও জানান, গ্রেপ্তার ডাকাত হাসানের বিরুদ্ধে মহাসড়কে ডাকাতিসহ নানা অপরাধের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাঁকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত