হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে আইরিন আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বজরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত আইরিন আক্তার ঘোষকামতা গ্রামের দক্ষিণ আফ্রিকায় প্রবাসী মহিবুর রহমানের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে মহিবুরের সঙ্গে পারিবারিকভাবে আইরিনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর পুনরায় নিজের কর্মস্থল আফ্রিকায় চলে যান মহিব। গতকাল শুক্রবার দিবাগত রাত একটা পর্যন্ত আইরিন তাঁর ননদ সাথী আক্তারের সঙ্গে টিভি দেখছিলেন। এ সময় মহিবুল ফোন করলে আইরিন নিজ কক্ষে চলে যান। অনেক সময় পার হলেও আইরিন পুনরায় টিভি দেখতে না আসায় সাথী তাঁর কক্ষে যান। পরে আইরিনের দরজা খুললে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন সাথী। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে আইরিনকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন আইরিন। আজ সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত