হোম > সারা দেশ > কক্সবাজার

৫ দিন পর ফিরে এসে ‘নিখোঁজ’ বিসিএস ক্যাডার বললেন, সাগরে ভেসে গিয়েছিলাম

কক্সবাজার প্রতিনিধি

প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ সেই বিসিএস ক্যাডার নারী পর্যটক মাহমুদা আক্তার হ্যাপীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে জীবিত উদ্ধার করে টেকনাফ থানা-পুলিশ। মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএস ক্যাডার। তাঁকে বন বিভাগে পদায়ন করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি তাঁকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ওই পর্যটককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে হ্যাপী পুলিশকে জানান, সেন্ট মার্টিন সৈকতে গোসল করতে নেমে তিনি ভেসে যান। পরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় ট্রলারের মাঝিমাল্লারা তাঁকে উদ্ধার করেন। সেখান থেকে কক্সবাজার শহরে ফেরেন তিনি। তাঁকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল সেন্ট মার্টিনে বেড়াতে যায়। সেই দলে হ্যাপীও ছিলেন। তাঁরা সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে ওঠেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, ৪ ফেব্রুয়ারি সকালে হ্যাপী বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বের হন। বিকেল পর্যন্তও তিনি ফিরে না আসায় তাঁর সহকর্মীরা মোবাইল ফোনে যোগাযোগ করলে, বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তাঁর মোবাইলে আর সংযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ