হোম > সারা দেশ > কক্সবাজার

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ২০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা ২০০ গ্রামবাসীকে আসামি করে নিহত ব্যক্তির মা রাবেয়া খাতুন বাদী হয়ে আজ সোমবার সকালে রামু থানায় মামলাটি করেন।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় আবদুল মান্নান গ্রামবাসীর পিটুনিতে নিহত হন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, স্থানীয় এক তরুণীর বাড়িতে ঢুকে আবদুল মান্নান ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। তরুণীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মান্নান জনগণের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন।

রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ডাকাতি ও মারামারির ঘটনায় মান্নানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভের দুই দিনের মাথায় পিটুনিতে আবদুল মান্নান নিহত হন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ