হোম > সারা দেশ > কক্সবাজার

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ২০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা ২০০ গ্রামবাসীকে আসামি করে নিহত ব্যক্তির মা রাবেয়া খাতুন বাদী হয়ে আজ সোমবার সকালে রামু থানায় মামলাটি করেন।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় আবদুল মান্নান গ্রামবাসীর পিটুনিতে নিহত হন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, স্থানীয় এক তরুণীর বাড়িতে ঢুকে আবদুল মান্নান ধর্ষণের চেষ্টা চালান। ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওই তরুণীকে ছুরিকাঘাত করেন। তরুণীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মান্নান জনগণের পিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন।

রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ডাকাতি ও মারামারির ঘটনায় মান্নানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ বিক্ষোভের দুই দিনের মাথায় পিটুনিতে আবদুল মান্নান নিহত হন।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল