হোম > সারা দেশ > নোয়াখালী

বিশেষ কায়দায় জুতার ভেতর ইয়াবা, যুবক কারাগারে 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহজাহান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর পায়ের জুতা থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

আটক শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার আলী হোসেনের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালানো চট্টগ্রাম ও ফেনী হয়ে নোয়াখালীতে আসছে এ সংবাদে গতকাল রোববার মধ্য রাতে ফেনী-নোয়াখালী সীমান্ত এলাকার সেনবাগের সেবারহাট বাজারে চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন প্লাসের একটি বাস চেক পোস্ট পার করলে এতে মাদক আছে এমন তথ্যে পিছু নেয় মাদকদ্রব্য অধিদপ্তর। পরে বাসটি মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে এসে থামলে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী শাহজাহানের দেহে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় পরিবহন করা ১ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই কায়দায় ইয়াবা আনার সময় কয়েক দিন আগে এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আরও একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিরা প্রতিদিন তাদের কৌশল পরিবর্তন করছে। আমরা তাঁদের ওপর প্রতিনিয়ত নজরদারি রেখেছি।’

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির