চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম মেহেদি হাসান (২৮)। তিনি ওই গ্রামের আবুল কালামের ছেলে এবং কুমিল্লা সরকারি কলেজ থেকে অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন।
নিহতের চাচা সাংবাদিক সাইদ আবদুল মালেক জানান, দুপুরে ঘরের পাশে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় তারে বিদ্যুতায়িত হন মেহেদি হাসান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঈদের দিন মেহেদী হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।