হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুকুর-খালের পানি বোতলজাত করে বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

পুকুর, খাল ও মোটরের মাধ্যমে পানি সংগ্রহ করে ট্যাপের মাধ্যমে বোতলজাত করে মিনারেল ওয়াটার (সুপেয় পানি) বলে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত ও র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করে বিক্রি, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাতকরণ, কারখানার কাগজপত্র হালনাগাদ ও লাইসেন্স না থাকায় এশিয়া ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক দাউদ হোসেন ফাইসালকে ৫০ হাজার, পিপাসা ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারের ব্যবস্থাপনা পরিচালক আরিফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিকেরা অধিক মুনাফালাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতলজাত করে বাজারজাত করে আসছিল। র‍্যাব ও প্রশাসনের সহায়তায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ