হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচিত জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. কামালকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার ভোররাতে র‍্যাব-৭-এর একটি দল খাগড়াছড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক কামাল উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোদারপাড় এলাকার আমিনুল হকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, আসামি মো. কামাল পেশায় একজন গাড়িচালক। জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় কারাগারে গিয়ে ২০১৭ সালে জামিনে আসেন। জামিন নিয়ে এলাকায় সিএনজি অটোরিকশা চালানো শুরু করলেও মামলার রায় ঘোষণার পর অন্যত্র পালিয়ে যান। পালিয়ে থাকাকালীন তিনি নিজেকে বিভিন্ন পেশায় নিয়োজিত করেন। সর্বশেষ তিনি সাজেকের একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ নেন। সেখান থেকে অন্য একটি কাজের সন্ধানে খাগড়াছড়ি এলাকায় অবস্থান করলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজার পরোয়ানা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, চুরিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া কামালের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানা, পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী থানায় মাদক মামলাসহ একাধিক বন মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রাণীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে কতিপয় দুষ্কৃতিকারী জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জিল্লুর ভান্ডারির ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজন অজ্ঞাতের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। গত ১৫ ফেব্রুয়ারি সেই মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হয়। রায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, র‍্যাব-৭ তাঁকে গ্রেপ্তার করে বুধবার বিকেলের দিকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির