হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে গাড়ি উল্টে ২০০ ফুট গভীর খাদে, সপরিবারে আহত স্বাস্থ্য কর্মকর্তা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্তে ডিম পাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত গাড়িচালক নুর নবীকে (৪২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়েছে।

আহত অন্যরা হলেন— স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. নিয়াজুর রহমান (৫২) তাঁর স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪২), ছেলে পার্থিব রহমান (২১) ও মেয়ে ফাইরুজ নাফিয়া (২০)। 

আজ রোববার সকালে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ২০০ ফুট নিচে পড়ে যায়।

আলীকদম ফায়ার স্টেশন মাস্টার আবদুর কাদের ও থানচি ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ ইসমাইল বলেন, ‘স্থানীয়রা মোবাইল ফোনে জানান, আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার ডিম পাহাড় থেকে গভীর খাদে প্রায় ২০০ ফুট নিচে একটি সরকারি পাজেরো গাড়ি পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার থানচি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আলীকদমে আসছিলেন মো. নিয়াজুর রহমান ও তাঁর পরিবার। সকাল সাড়ে ৮টায় সপরিবারে রওনা দিয়ে ডিম পাহাড়ে আলীকদম থানচি উপজেলা সীমান্তে ২১ কিলোমিটার নামক স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে দুই উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।’

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিপ্তরের অর্থ বিভাগের পরিচালকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিম পাহাড় এলাকা পাহাড় থেকে প্রায় ২০০ ফুট নিচে পড়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল