হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

আটক আন্তজেলা চোর চক্রের সক্রিয় তিন সদস্য। ছবি: সংগৃহীত

নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তিনজন আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার টাইম বাজার মেহেদীপাড়ার আব্দুর রহমানের ছেলে জাফর (৩০), একই জেলার দক্ষিণ রুমালিয়ার ছাড়া এলাকার ফজলে করিমের ছেলে সাব্বির আহমেদ অভি (৩০) ও ঝিলংজা পিটি স্কুল এলাকার নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহিম (২৯)।

পুলিশ জানায়, নোয়াখালী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সেলিম আবাসিকের বেলায়েত হোসেনের বাড়ির নিচতলায় উত্তর পাশের কক্ষে চোরাই মোবাইল বেচাকেনা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম রানার নেতৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে চোরাই বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক