হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে স্কুল খোলার খবরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি) 

বৈশ্বিক মহামারি করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে  হারিয়ে গেছে ৫৪৩ দিন। দীর্ঘ সময় পর আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবরে স্কুলে স্কুলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অ্যাসাইনমেন্ট নিতে ও দিতে এসে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চালুর প্রস্তুতি দেখে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছেন।

আজ রোববার সকালে মানিকছড়ি উপজেলার বেসরকারি পর্যায়ের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তিনটহরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ-দশম শ্রেণির ১২তম অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং ১৩তম অ্যাসাইনমেন্ট সংগ্রহ, এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট জমা ও ৭ম অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের স্কুল খোলার আনন্দ উপভোগ করতে দেখা যায়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারাবী নুরে নাজাত বলেন, ‘স্কুল খোলার খবরে খুব আনন্দ লাগছে, মন দিয়ে ক্লাস করতে পারব। অনেক দিন পর নিজেকে পড়ালেখায় আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হব।’

নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস বলেন, ‘স্কুল খোলার সংবাদে আমি নিজেকে উৎফুল্ল মনে করছি। আহা কি আনন্দ!’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিউল ইসলাম বলেন, ‘করোনা শিক্ষার্থীদের জীবন থেকে ৫৪৩ দিন কেড়ে নিল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমরা স্কুলের আঙিনা, শ্রেণি কক্ষ, আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি। সরকারি সিদ্ধান্ত মেনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত তারিখে পাঠদানের বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এ ছাড়া মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়েও গিয়ে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। সকলে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ