বৈশ্বিক মহামারি করোনায় শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে ৫৪৩ দিন। দীর্ঘ সময় পর আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবরে স্কুলে স্কুলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। অ্যাসাইনমেন্ট নিতে ও দিতে এসে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম চালুর প্রস্তুতি দেখে আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছেন।
আজ রোববার সকালে মানিকছড়ি উপজেলার বেসরকারি পর্যায়ের সবচেয়ে বড় বিদ্যাপীঠ তিনটহরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ-দশম শ্রেণির ১২তম অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং ১৩তম অ্যাসাইনমেন্ট সংগ্রহ, এসএসসি পরীক্ষার্থীদের ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট জমা ও ৭ম অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের স্কুল খোলার আনন্দ উপভোগ করতে দেখা যায়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারাবী নুরে নাজাত বলেন, ‘স্কুল খোলার খবরে খুব আনন্দ লাগছে, মন দিয়ে ক্লাস করতে পারব। অনেক দিন পর নিজেকে পড়ালেখায় আঁকড়ে ধরে নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হব।’
নবম শ্রেণির শিক্ষার্থী দ্বীপ বিশ্বাস বলেন, ‘স্কুল খোলার সংবাদে আমি নিজেকে উৎফুল্ল মনে করছি। আহা কি আনন্দ!’
এ ছাড়া মানিকছড়ির বড়ডলু উচ্চ বিদ্যালয়েও গিয়ে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। সকলে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।