হোম > সারা দেশ > কুমিল্লা

অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা: মন্ত্রী তাজুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক, অসাংবিধানিক সরকারের কারণে পৃথিবীর অনেক দেশে ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবন যাপন করছে।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ নব নির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী মো. তাজুল ইসলাম আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেনি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে। বিরাজনীতি করার চেষ্টা করেছেন। আমরা এ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা