হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭ ডাকাত কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)। 

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। 
 
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের