হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৭ ডাকাত কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর পৃথকস্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ রাউন্ড গুলি, পাইপগান, দুটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পৃথকস্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের মনির হোসেন (৪৫), তাঁর স্ত্রী জুলখো আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম খলিল (২১), আবুল কালাম (২২), রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের জাবেদ (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের কামাল উদ্দিন (৪৫)। 

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে ডাকাতির ঘটনায় সোমবার সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল রাতে সদরের চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ইব্রাহিম খলিল, আবুল কালাম, রহমত উল্যা, জাবেদ ও কামালকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁরা আরও কয়েকজন ডাকাত সদস্যের তথ্য দিলে বোবারকান্দি দক্ষিণ মহতাপুর গ্রাম থেকে মনির ও জুলেখাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। 
 
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে