হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে অবাধ নিরপেক্ষ নির্বাচন চান: হুইপ স্বপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে অবাধ নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ বলেন, বঙ্গবন্ধুর কন্যা যা বলেন, তিনি তা বাস্তবায়ন করেন। আওয়ামী লীগের তৃণমূলে ভোট বেড়েছে, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বেড়েছে।

আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমে স্বচ্ছ, সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চান। যেন সেই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন ও কারচুপির অভিযোগ তুলতে না পারে। কারণ এই নির্বাচন নিয়ে নেতিবাচক প্রচারণায় দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ না হয়।’

স্বপন আরও বলেন, ‘তৃণমূলে আমাদের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করতে হবে। নিজেদের মধ্যে যত সমস্যা আছে তা সাংগঠনিকভাবে সমাধান করতে হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ