হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর হাতে সালাউদ্দিন পারভেজ (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত সোমবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশের ইউগি শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু। 

নিহত ব্যবসায়ী পারভেজ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের কাবিল মিয়াবাড়ির বীর মুক্তিযোদ্ধা নুরনবী মিয়ার ছেলে।
 
আজ শুক্রবার দুপুরে নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু আজকের পত্রিকাকে বলেন, স্বজনদের সহযোগিতায় সে দেশের সব প্রক্রিয়া শেষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এমিরেটস ৫৮৬ এয়ারলাইনসে ব্যবসায়ী বুলুর মরদেহ দেশে পৌঁছাবে। মরদেহ গ্রহণ করবেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়াসহ স্বজনেরা। আগামীকাল শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে। 

নজরুল হাসান আরও বলেন, পারভেজ ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশে ছয়-সাতটি সুপারশপ ছিল তাঁর। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা চাহিদামতো চাঁদার জন্য মরিয়া হয়ে ওঠে। গত সোমবার ৩০ রমজানের ইফতারের আগমুহূর্তে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

পরিবার সূত্রে জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে পারভেজ তৃতীয়। তাঁর তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। স্ত্রী বর্তমানেও অন্তঃসত্ত্বা। সালাউদ্দিন পারভেজ সর্বশেষ দেশের বাড়িতে দুই মাস ছুটি কাটিয়ে গত ২ মার্চ আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু