হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডের বিস্ফোরণ কোনো দুর্ঘটনা না, এটা হত্যাকাণ্ড: রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘সীতাকুণ্ডের বিস্ফোরণ কোনো দুর্ঘটনা না, এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে তাদের খুঁজে বের করতে হবে। বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। এর জন্য যারা দায়ী তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।’ 

আজ সোমবার দুপুরে সীতাকুণ্ডের বিস্ফোরণস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এই ধরনের প্রতিষ্ঠান যাতে আর না গড়ে ওঠে, যারা আইন তোয়াক্কা করে না। সে বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। যদি প্রতিষ্ঠান গড়েও ওঠে তাহলে যথাযথ আইনকানুন মেনে পরিচালিত করতে হবে। আমরা আরও একটা বিষয় লক্ষ করছি এ ধরনের প্রতিষ্ঠান কারা করছে। এরা মূলত সরকারের কাঁধে ভর করে সরকারের পক্ষের লোকজন। এদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না।’

প্রিন্স বলেন, ‘এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসা চাই, যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারদের অন্ততপক্ষে উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসন করতে হবে। 

‘এ ছাড়া এখানকার চার কিলোমিটার এলাকাজুড়ে থাকা মানুষেরা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তাঁদেরও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। এটা ছাড়া কথায় কথায় মায়াকান্না, শোক বিবৃতি দিলে আমরা এটা ছাড়ব না।’ 

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বর্তমানে বিএম কনটেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ ব্যক্তি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাঁদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত