ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম, নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম ও বেগমগঞ্জের মোহাম্মদ রবিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেওয়ান ও লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীব। তাঁদের মধ্যে সজীবকে এক মাসের এবং অন্য পাঁচজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তুলে তীর ক্ষতিগ্রস্ত করার অপরাধে বালুমহাল ও মাটিব্যবস্থা আইনে ভ্রাম্যমাণ আদালত সত্যতা পেয়ে ওই ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।