নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্যাপন করার সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আলোর মশাল। এবার ঈদ সামগ্রীতে মুরগি, আটা, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু রয়েছে বলে জানান তারা।
আলোর মশালের সভাপতি গিয়াস উদ্দিন সোহেলের ব্যবস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাজিব উদ্দিন, দপ্তর সম্পাদক বাকের হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান।