হোম > সারা দেশ > কুমিল্লা

সিএনজি স্টেশনে চাঁদার দ্বন্দ্বে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা। আবুল কাসেম তিনি বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে। 

নিহতের বড় ভাই সিএনজিচালক আবুল কালাম জানান, সকাল সাড়ে ৭টায় তিনি নিমসার বাজারে সিএনজি নিয়ে যায়। এ সময় নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকার জন্য সায়েদুল, মিজান, বাকিরসহ ৫-৭ জন তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বেলা ৩টার দিকে আহত আবুল কালামের ছোট ভাই আবুল কাসেম আহত ভাইকে দেখতে হাসপাতালে যায়। হাসপাতাল থেকে বড় ভাইকে দেখে বাড়ি ফেরার পথে উপজেলা শিকারপুর মালি বাড়ি এলাকায় পৌছালে সায়েদুল, মিজান, বাকিরসহ ৫-৬ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় কাসেমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। 

স্থানীয় লোকজন আহত কাসেমকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের ডাক্তার মবিন আজকের পত্রিকাকে জানান, হাসপাতালে আসার পূর্বেই কাসেম মৃত্যু হয়েছে। 

এদিকে কাসেমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিমসার-কংশনগর সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে স্থানীয় মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচারের আশ্বাস দিলে ২ ঘণ্টাপর অবরোধ তুলে নেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী আজকের পত্রিকাকে জানান, স্থানীয়রা মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের উপস্থিতিতে ন্যায়বিচারের আশ্বাসে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেয়। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম হোসেন বলেন, নিহতের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির