হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মাথা বিচ্ছিন্ন, গ্রিল কেটে পলায়ন স্বামীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে স্ত্রীর মাথা কেটে বিচ্ছিন্ন করে খুনের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত সুমনকে আটক করা হলেও তিনি জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে জানা গেছে।

গতকাল বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৩২) পাহাড়িকা হাউজিং সোসাইটিতে আর কে টাওয়ার নামে একটি ভবনের দশম তলার এক বাসায় তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। তাঁর স্বামী সুমন পেশায় গাড়িচালক।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে ফাতেমার। হত্যাকাণ্ডের পর পালানোর সময় ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে ফেলে। তাঁকে নিচতলায় একটা কক্ষে আটকে রাখা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান।

এলাকাবাসী ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত (বুধবার) রাতেও ঝগড়া হয়। একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটে।

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন