হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মাথা বিচ্ছিন্ন, গ্রিল কেটে পলায়ন স্বামীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে স্ত্রীর মাথা কেটে বিচ্ছিন্ন করে খুনের অভিযোগ উঠেছে মো. সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত সুমনকে আটক করা হলেও তিনি জানালার গ্রিল কেটে পালিয়ে যান বলে জানা গেছে।

গতকাল বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৩২) পাহাড়িকা হাউজিং সোসাইটিতে আর কে টাওয়ার নামে একটি ভবনের দশম তলার এক বাসায় তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। তাঁর স্বামী সুমন পেশায় গাড়িচালক।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে ফাতেমার। হত্যাকাণ্ডের পর পালানোর সময় ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে ফেলে। তাঁকে নিচতলায় একটা কক্ষে আটকে রাখা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান।

এলাকাবাসী ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত (বুধবার) রাতেও ঝগড়া হয়। একপর্যায়ে এ খুনের ঘটনা ঘটে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন