হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘শিক্ষার্থীরাই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। ছবি: সংগৃহীত

দেশের খেটে খাওয়া আপামর মানুষ নয়, শিক্ষিত মানুষেরাই বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত। তাই আজকের শিক্ষার্থীদের সততা ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। আজ রোববার (২২ জুন) চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল বালিকা উচ্চবিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহায়তায় পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ শিক্ষা উপকরণ বিতরণ করে।

পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজর বাবুল কান্তি দে। এতে বিশেষ অতিথি ছিলেন করল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকা রশ্মি বড়ুয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল কান্তি বড়ুয়া।

পরে পটিয়া পৌর সদরের শেয়ারপাড়া হাজি আবদুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসাতেও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজর, দুপ্রক সভাপতি, সাধারণ সম্পাদক, মাদ্রাসার সুপার আহমদ হালিমীসহ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু