হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৪ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 
অগ্নিকাণ্ডে মো. সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরের সারের দোকান, আবুল হোসেনের সারের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান পুড়ে গেছে।

এ বিষয়ে বাজারের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, কসমেটিকসের দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই চারটি দোকান পুড়ে যায়।

কামরুজ্জামান সুমন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট কাজ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল