হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৪ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 
অগ্নিকাণ্ডে মো. সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরের সারের দোকান, আবুল হোসেনের সারের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান পুড়ে গেছে।

এ বিষয়ে বাজারের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, কসমেটিকসের দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই চারটি দোকান পুড়ে যায়।

কামরুজ্জামান সুমন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট কাজ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা