হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৪ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে চারটি দোকান। গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার রানিরহাট বাজারে এ ঘটনা ঘটে। 
অগ্নিকাণ্ডে মো. সেলিমের কসমেটিকসের দোকান, মো. জাহাঙ্গীরের সারের দোকান, আবুল হোসেনের সারের দোকান ও যীশু শীলের সেলুনের দোকান পুড়ে গেছে।

এ বিষয়ে বাজারের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী বলেন, কসমেটিকসের দোকানটিতে কয়েক লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোসহ সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই চারটি দোকান পুড়ে যায়।

কামরুজ্জামান সুমন আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁদের পাশাপাশি কাউখালি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট কাজ করেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে সহযোগিতা করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ