কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা পুলিশ হেড কোয়ার্টারের ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট ওয়াই এম বেলালুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে একান্তে আলোচনা করেন।
পরে তিনি পার্শ্ববর্তী শাহ গাজীপুরীর (রহঃ) আলোচিত মাজার স্থল পরিদর্শন করেন। সম্প্রতি প্রকাশিত সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ পাওয়ার স্থলটি ঘুরে দেখেন।
এ সময় ঢাকার পুলিশ হেডকোয়ার্টারের এআইজি জালাল উদ্দিন, এআইজি অপারেশন-টু মোহাম্মদ উল্লাহসহ কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মাজার ও মণ্ডপ পরিদর্শন শেষে ডিআইজি ওয়াই এম বেলালুর রহমানের কাছে কোরআন অবমাননাকারীকে আটক করা হয়েছে কী-না জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি।