হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে করোনায় আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ১১৬ 

প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২। এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৬ জন। জেলায় মোট শনাক্ত বেড়ে ১০ হাজার ৬৮৫ জন। নতুন আক্রান্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ। চতুর্থ দফায় চলমান লকডাউন বাড়ানো হয়েছে আরও সাতদিন। আগামীকাল শনিবার থেকে কার্যকর হওয়া এই লকডাউনে নোয়াখালী পৌরসভা, সদরের ছয়টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীর ওয়ারিশপুর ইউনিয়ন। 

আজ শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে সদরে ৫২, সুবর্ণচরে চার, বেগমগঞ্জে ২৫, সোনাইমুড়ীতে চার, চাটখিলে ১০, সেনবাগে এক, কোম্পানীগঞ্জে ১৪ ও কবিরহাট উপজেলার ছয়জন রোগী রয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৩৫ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ১৪৩ জন এবং শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী। 

এদিকে নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যক্রমে নিয়মিত অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫